শনিবার থেকে সামান্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল রাতের তাপমাত্রা ২৬.৩ ডিগ্রী থেকে প্রায় ২ ডিগ্রি বেড়ে ২৮.৫ ডিগ্রি হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে বেড়ে হয় ৩২.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় মাত্র ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে  কলকাতায়। উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। কাল থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরে। বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী এবং কয়েক পশলা অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান এবং আফগানিস্তান। বুধবার আফগানিস্তানের পূর্বে ভূমিকম্প হয়। যার ধাক্কা পৌঁছয় প্রতিবেশী দেশ পাকিস্তানেও। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। কম্পনের মাত্রা ছিল ৬.১। বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। এমনটাই জানিয়েছেন তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে বলে তালিবান প্রশাসন সূত্রে খবর।

Find out more: