শুক্রবার 'শামসেরা' ছবির ট্রেলার লঞ্চের দিন দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা। আর সেকথা নিজেই সামনে এনেছেন তিনি। দুর্ঘটনার কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয়ে যায় রণবীরের। রণবীর কাপুর জানান, ''যে শপিং মলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তার বদলে ভুলবশত অন্য একটি মলে ঢুকে পড়েছিলাম। বেসমেন্টে গাড়ি পার্ক করা হয়েছিল। সেখানেই গাড়ি নিয়ে ঘুরছিলাম, কেউ নেই দেখে যখন বের হয়ে আসি, তখন অন্য একটি গাড়ি আমার গাড়িতে ধাক্কা মারে। গাড়ির কাঁচ ভেঙে যায়।'' তবে এই দুর্ঘটনায় রণবীর বা কারোর কোনও ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। রণবীরের মুখ থেকে এই দুর্ঘটনার কথা শুনে পরিচালক করণ মালহোত্রা বলে ওঠেন, 'কাঁচ ভাঙা আসলে শুভ বলেই মনে করা হয়।'
শুক্রবার মুম্বইয়ের বুকে ধুমধাম করে 'সমশেরা'-র ঝলক মুক্তির অনুষ্ঠান হল। সেখানে প্রচারে এসেছিলেন নায়ক। সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরে দাম্পত্যের গল্প শুনতে চাইলে রণবীরও বলতে দ্বিধা করলেন না। জানালেন, আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ায় জীবনের অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিক টের পাচ্ছেন। হাসতে হাসতে বললেন, ‘‘আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব... সবই তো লাগে। কিন্তু এখন বলব, একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, আবার কখনও তাতে তড়কা, মশলা ইত্যাদি কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভাল লাগছে।’’
Find out more: