রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৪ হাজার ৯৭২ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতার অধিবাসী। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কোভিড পরিস্থিতি প্রশাসনের নজরে রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৪২ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ৫.১১ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে ৩ হাজার ৭৭৭।
অন্যদিকে, দ্বিতীয় টেস্টেও ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় রানের লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ের্সের সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ইতিমধ্যে ১০৬ রানের লিড পেয়েছে ক্যারিবিয়ানরা। হাতে এখনও ৫ উইকেট রয়েছে। স্বাভাবিক ভাবেই মারাত্মক চাপে শাকিব আল হাসানের টিম। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩৪ রানে। লিটন দাস (৫৩) এবং তামিম ইকবাল (৪৬) ছাড়া বাকিরা কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। আধিনায়ক শাকিব ৮ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস এবং আলজারি জোসেফ ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ এবং কাইল মায়ের্স। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান তুলেছিল। দ্বিতীয় দিনে শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪০ রান।
Find out more: