দেশে আরও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭,০৭৩। সোমবার এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড সংক্রান্ত রিপোর্ট। এমনকি, গত দিনের সঙ্গে তুলনা করলে রবিবার ভারতে দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ০২০ জনের।

দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৪  হাজার ৪২০। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা একদিনে বেড়েছে প্রায় ১৮৪৪। শতাংশের নিরিখে ০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ২০৮ জন। দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। মৃত্যু হার ১.২১ শতাংশ। এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ২০ জন। তবে দেশে জারি রয়েছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৯ হাজার ৬৪৬ কোভিড ডোজ দেওয়া হয়েছে। যদিও রবিবার সেই সংখ্যা ছিল কিছুটা বেশি৷ গতকাল ৩ লক্ষ ৩ হাজার ৬০৪কোভিড ডোজ দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, রবিবার দেশে ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। এখন দৈনিক করোনা সক্রিয়তার হার এসে পৌঁছেছে ৪.৩৯ শতাংশ। সাপ্তাহিক করোনা সক্রিয়তার হার ৩.৩০ শতাংশ। রবিবার পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪,৪২০ জন। সুস্থতার হার ৯৮৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫,২০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। রাজ্যভিত্তিক করোনা পরিস্থিতির দিকে নজর দিলে সংক্রমণে এগিয়ে সেই মহারাষ্ট্র। রবিবারই সে রাজ্যে ৬,৪৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। মুম্বইয়ের পর সংক্রমণ বেশি তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাত, তেলেঙ্গনার মতো রাজ্য।

Find out more: