ন্যূনতম ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাবে অনেকটাই। পাশাপাশি বৃষ্টির দাপটও বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলা হয়েছে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে, নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে প্রভাব ফেলতে চলেছে। তবে সেই প্রভাব ৪৮ ঘণ্টার আগে নয়। তবে কলকাতায় চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি অর্থাৎ ৩৪ .৬ ডিগ্রি। তবে বেড়েছে রাতের তাপমাত্রা।  কাল ছিটেফোঁটা বৃষ্টিও পায়নি কলকাতা। মঙ্গলবারও আংশিক মেঘলা এবং মাঝে মাঝে পরিস্কার আকাশ থাকবে। বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অসহনীয় আবহাওয়া।

অন্যদিকে, দেশ ও রাজ্যে পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার সংস্থাটির বর্ষিক সভা অনুষ্ঠিত হল বেহালায়। এই সভায় উপস্থিত ছিলেন গুজরাত টুরিজমের অনুজিৎ মুখোপাধ্যায় এবং কাশ্মীর টুরিজমের প্রতিনিধি আসানউল হক। অ্যাসোসিয়েশনের সভাপতি দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ পর্যটনের সঙ্গ যুক্ত ব্যবসায়ীদের সংগঠন হলেও পর্যটকদের সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিগত দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।’’ তিনি সামাজিক কর্মকাণ্ডের উদাহরণ দিয়ে বলেন, ‘‘দার্জিলিংয়ে ধসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার, বুকিং করে প্রতারিত হওয়া পর্যটক অর্থ উদ্ধারে সাহায্যের মতো কাজ করে থাকে সংগঠন।’’

Find out more: