গুলিবিদ্ধ হয়েছেন শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। পশ্চিম জাপানের নারা শহরে গুলি চালানোর খবর ঘটেছে। রয়টার্স সূত্রে খবর, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। জানানো হয়েছে, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবে শিনজো পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় আহত হন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তিনি আহত হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে উপস্থতিত এক সাংবাদিন বন্দুকের গুলির আওওাজের মতো কিছু শুনতে পান এবং অ্যাবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।" আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'কুরুচিকর মন্তব্য'। দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজভবনে তৃণমূল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির 'কঠিন সাজা'র দাবি জানালেন রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা। ফের দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী। এক আলোচনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বাবা-মা'র পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এক মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন এমন কুরুচিকর মন্তব্য? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্রেফ টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করা নয়, দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। এদিন রাজভবনে গিয়ে রাজভবনে দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রাত্য বসু। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, 'আমরা মর্মাহত। ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সাংসদ, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন এবং যেভাবে অপমান করেছেন, অবিলম্বে তার প্রতিকার হওয়া দরকার। দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। রাজ্যপালের কাছে ওর কঠিন সাজার দাবি করেছি'।
Find out more: