রাজ্যে কবে প্রকৃত বর্ষার বৃষ্টি বা ভারী বৃষ্টি হবে সেই নিয়ে আক্ষেপের শেষ ছিলো না। তবে আগামী সোমবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা বাড়বে। এছাড়া দেশের পশ্চিমের রাজ্যগুলিতে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। মুম্বইয়ে প্রবল বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, এক কর্মীকে বরখাস্ত করার অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা করল কলকাতা হাই কোর্ট। ২০২০ সালে কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অন্যায়’ ভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়। সেই মামলাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা করল আদালত। আবেদনকারীকে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বকেয়া বেতনও দিতে নির্দেশ। ২০১৩-য় বিশ্বভারতীর ভাষা ভবনের লাইব্রেরি ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দেন শ্রাবন্তী। ২০১৮-এর মার্চে বিশ্বভারতী তাঁকে জানায়, এই খাতে টাকা শেষ। তাই তাঁকে আর বেতন দেওয়া সম্ভব নয়। তাঁকে কাজ বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছু দিন পর তাঁকে আবার কাজে পুনর্বহাল করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পর ২০২০-তে ভাষা ভবনে কিছু আর্থিক নয়ছয়ের অভিযোগে কারণ দর্শানোর নোটিস পাঠান কর্তৃপক্ষ। কিন্তু শ্রাবন্তী তার জবাব না দেওয়ায় ফের তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ। এর পরই হাই কোর্টের দ্বারস্থ হন শ্রাবন্তী। আবেদন করেন, তিনি যে পদে কাজ করতেন, সেখানে থেকে তাঁর পক্ষে কোনও আর্থিক নয়ছয় করা সম্ভব নয়। কারণ আর্থিক বিষয় তাঁর এক্তিয়ারের বাইরের বিষয়।
Find out more: