আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল রয়েছে। সে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দেখা নেই। আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সোমবার কলকাতায় দিনের তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্য দিকে, কয়েক দিনের বিরতির পরে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দুই দিনাজপুর ও মালদহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে ওই জেলাগুলিতে তাপমাত্রা কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, আজ থেকে দাম বাড়ছে প্যাকেটজাত দুধ এবং দই সহ মধ্যবিত্ত মানুষের ব্যবহৃত একাধিক সামগ্রীর। লেবেল যুক্ত প্যাকেটজাত খাবারে এই জিএসটি বসতে চলেছে। জুনের শেষে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সাধারণ মানুষের জীবনে বাড়বে খরচ। জুনের শেষে বসেছিল জিএসটি কাউন্সিলের মিটিং। জিএসটি কাউন্সিলের ৪৭তম এই মিটিংয়ে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। এই মিটিংয়ে জিএসটি নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন কিছু দ্রব্যের উপর জিএসটি চাপানো হয়েছে, যেগুলি আগে ছিল জিএসটির আওতার বাইরে ছিল। আগে থেকেই মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের পকেটে চাপ বেড়েছে, তার উপর এই জিএসটি বৃদ্ধির ফলে মাথায় হাত পড়তে চলেছে আমজনতার। রেভিনিউ বিভাগের সেক্রেটারি তরুণ বাজাজ জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জিএসটি কাউন্সিলের সংশোধিত সিদ্ধান্তগুলি এই বছরের ১৮ জুলাই থেকেই কার্যকর করা হবে।
Find out more: