কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২১,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ২০,৫৫৭। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে হল ৪.৮ শতাংশ। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ৪.১৩ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যভিত্তিক করোনার সার্বিক পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দেশে দৈনিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্রকে ছাপিয়ে শীর্ষে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৬৭। এর পরে রয়েছে পশ্চিমবঙ্গ (২,৪৫৫), মহারাষ্ট্র (২,৩২৫) ও তামিলনাড়ু (২,১১৬)। লক্ষদ্বীপে আপাতত কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা শূন্য।
অন্যদিকে, Covid 4th Wave-এর শঙ্কায় বার বার কোভিড সতর্কতা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো বিষয়গুলিতে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু তা হলেও মানতে নারাজ সাধারণ মানুষ। বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। ফলস্বরূপ সামান্য কমেই ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। অল্প হলেও কমছিল দৈনিক সংক্রমণ। কিন্তু ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে এদিন আড়াই হাজারের কাছাকাছি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। যদিও মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৪৩ জন এবং সোমবার ছিল ১ হাজার ৪৪৯। তবে করোনা পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। ফলে পজিটিভিটি রেট (Positivity Rate) কিছুটা কমেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বেড়েছে রাজ্যের পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ। যা সোমবার ১৬.৯০ শতাংশ ছিল। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জন কোভিড আক্রান্তের।
Find out more: