সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মন্ত্রিসভার ৪-৫জনকে দলের কাজে লাগানো হবে। সব মিলিয়ে মন্ত্রিসভায় এবার বড়সর রদবদল। বুধবার রাজ্য মন্ত্রিসভার বিকেল ৪টে নাগাদ বড় রদবদল হবে বলে সূত্রের খবর। তবে এবার কার উপর কোপ পড়বে তা নিয়েই বড় প্রশ্ন। এদিকে ইডির হেফাজতে যাওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছেই আপাতত ওই দফতরগুলি গিয়েছিল। এবার কোন নতুন মুখ মন্ত্রিসভায় আসেন সেটাই দেখার। ৫-৬জন নতুন মুখ আসবেন বলেও জানিয়েছেন মমতা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই মমতা সমস্ত মন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘‘কেউ এমন কোনও কাজ করবেন না, যাতে মন্ত্রিসভার অসম্মান হয়।’’ কারও নাম না-করলে মমতা যে পার্থের ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট। উত্তরবঙ্গের দিকে নজর রেখে উদয়ন গুহকে মন্ত্রী করা হতে পারে বলে একটি সূত্র জানাচ্ছে। অন্যদিকে, তৃণমূল সূত্রের খবর, মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী, আদালতের নির্দেশে যাঁর কন্যার স্কুলশিক্ষিকার চাকরি গিয়েছে। আরও অন্তত তিন জন মন্ত্রী বাদ পড়বেন ‘পারফরম্যান্স’-এর নিরিখে। তাঁদের মধ্যে থাকতে পারেন চন্দ্রনাথ সিংহ। থাকতে পারেন সৌমেন দাস মহাপাত্রও। হুগলি জেলা থেকে রত্না দে নাগের বাদ পড়ার সম্ভাবনা। মন্ত্রিসভার দুই দাপুটে মন্ত্রীর দফতরও কাটছাঁট হতে পারে বলে অসমর্থিত সূত্রের খবর। রাজ্য মন্ত্রিসভার অন্য এক মহা গুরুত্বপূর্ণ সদস্যকেও বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে দলের একাংশের তরফে। সেই প্রচেষ্টা সফল হবে তা হবে অন্যতম ‘তাৎপর্যপূর্ণ’ ঘটনা।
Find out more: