সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মন্ত্রিসভায় রদবদলের কথা। জানিয়েছিলেন পূর্বেকার মন্ত্রিসভা থেকে কিছুজন বাদ যাবেন, কিছু জন সেই স্থানে যোগ হবেন। রাজ্য মন্ত্রিসভায় তিন মন্ত্রীর স্থান ইতিমধ্যেই ফাঁকা ছিল। সাধন পাণ্ডে ও সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ফাঁকাই ছিল তাঁদের পদ। গত বছরের ৪ নভেম্বর মারা যান সুব্রত আর চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মারা যান সাধন। এদিকে আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় তাঁকে শিল্প দফতরের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার বিকেলে রাজভবনে শুরু হয়েছে শপথগ্রহণ। এই দফার রদবদলে শপথ নিয়েছেন নতুন আটজন মন্ত্রী। এদিন মোট তিন দফায় শপথগ্রহণ আয়োজিত হয় যার প্রথম দফায় শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায় চৌধুরী। দ্বিতীয় দফায় শপথ নেন পাঁচজন পূর্ণমন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক এবং প্রদীপ মজুমদার। তৃতীয় দফায় শপথ নিয়েছেন দুই প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন।

পাশাপাশি, নতুন মন্ত্রিদের শপথের কয়েক ঘন্টার মধ্যেই দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক মন্ত্রীর দফতর অদলবদল হল। ফিরহাদ হাকিমকে দুটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীত্ব থেকে অব্য়াহতি দেওয়া হল। একই অবস্থা মলয় ঘটক ও পুলক রায়ের। গুরুত্ব বাড়ল বর্ষীয়ার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ৪ জন।

শিল্প-বাণিজ্য এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী – শশী পাঁজা
পরিষদীয় ও কৃষি মন্ত্রী – শোভনদেব চট্টোপাধ্যায়
আবাসন, ক্রীড়া-যুবকল্যাণ, বিদ্যুৎ – অরূপ বিশ্বাস-
পরিবহণ মন্ত্রী – স্নেহাশিস চক্রবর্তী
পর্যটন ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী – বাবুল সুপ্রিয়
সেচ ও জলপথ মন্ত্রী – পার্থ ভৌমিক
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী – প্রদীপ মজুমদার
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী – উদয়ন গুহ
জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত – পুলক রায়
পুর ও নগরোন্নয়ন – ফিরহাদ হাকিম
পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি- পুলক রায়
ক্রেতা সুরক্ষা – বিপ্লব মিত্র
স্বনির্ভর ও স্বনিযুক্তি – বীরবাহা হাঁসদা (স্বাধীন দায়িত্ব)
মৎস – বিপ্লব রায় চৌধুরী (স্বাধীন দায়িত্ব)
ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র – তাজমুল হোসেন (প্রতিমন্ত্রী)
স্কুল শিক্ষা – সত্যজিৎ বর্মন (প্রতিমন্ত্রী)

Find out more: