আমেরিকাবাসী মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্য-সহ ঘনিষ্ঠ আত্মীয়দের প্রসঙ্গ উঠলেও তাঁদের নিয়ে বিশেষ উচ্চবাচ্য হয়নি। এ বার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ও প্রাথমিক টেট দুর্নীতির মামলায় ডাক পড়ল সোহিনী-কল্যাণময়ের। বৃহস্পতিবার পার্থ এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। আমেরিকায় এ দিনই ই-মেল করে পার্থের মেয়ে-জামাইকে অবিলম্বে কলকাতায় এসে দেখা করতে বলেছে ইডি।

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের বিভিন্ন সদস্যের নামে একটি সংস্থার হদিশ পেয়েছে ইডি। ‘অনন্ত টেক্সফেব প্রাইভেট লিমিটেড’ সংস্থার বিষয়ে জানতে চান ইডির অফিসাররা। এই সংস্থার ঠিকানা অবশ্য অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট। যেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। এই সংস্থার নামেও অনেক জায়গায় জমি–বাড়ি কেনা হয়েছে। এই সংস্থার যোগসূত্রে সোহিনী–কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, আজ, শুক্রবার পার্থ–অর্পিতাকে আদালতে তোলা হবে। এই দু’জন ১০ বছর ধরে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এঁরা টাকা পাচার করেছেন। পার্থ চট্টোপাধ্যায়কে ‘নমিনি’ করে অর্পিতার নামে ৩১টি জীবন বিমা করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকার জীবন বিমার সার্টিফিকেট পাওয়া গিয়েছে। এই বিষয়ে জানতে জীবন বিমা সংস্থাকেও চিঠি দেওয়া হচ্ছে। লুটের টাকা ঘুরপথে জীবন বিমায় লাগানো হয়েছে বলে মনে করছেন ইডি’‌র আধিকারিকরা। ২৮ কোটি ৯০ লক্ষ টাকা নগদ এবং চার কোটি ৩১ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে।

Find out more: