বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল পেয়েছেন ৫২৮ টি ভোট। পরিসংখ্যান বলছে শেষ ছ’টি উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী প্রার্থীর তুলনায় সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করছেন তিনি। মোট ৭৮০ জন সাংসদের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা। এর মধ্যে লোকসভার ৫৪৩ এবং রাজ্যসভার ২৪৫ জন। এই মুহূর্তে রাজ্যসভার আটটি আসন খালি। এ ছাড়া তৃণমূলের ৩৪ জন সাংসদ ভোটদানে বিরত থেকেছেন। দলের নিষেধ অগ্রাহ্য করে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী ভোট দিয়েছেন। ধারেভারে অনেকটাই এগিয়ে ছিলেন এডিএ প্রার্থী জগদীপ ধনখড়। শনিবার সংসদের উভয় কক্ষের সাংসদরা ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। সংসদ ভবনে ভোট দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস তথা সাংসদ মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। লোকসভার রিটার্নিং অফিসার জানিয়েছেন ১৫ টি ভোট বাতিল হয়েছে। সব মিলিয়ে ৭২৫টি বৈধ ভোটের ৭২.৮ শতাংশ (৫২৮ ভোট) পেয়ে জয়লাভ করেছেন ধনখড়।

শনিবার ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচিত হয়েছেন। শীর্ষ পদে তার নির্বাচনের পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, "আমি সেই সমস্ত সাংসদদের ধন্যবাদ জানাই যারা শ্রী জগদীপ ধনখড়কে ভোট দিয়েছেন৷ এমন সময়ে যখন ভারত আজাদি কা অমৃত মহোৎসবকে পালন করছে, তখন আমরা একজন কৃষকপুত্রকে উপরাষ্ট্রপতি হিসাবে পেয়ে গর্বিত। যার চমৎকার আইনী জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা রয়েছে৷ " ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে তিনি একজন অত্যন্ত দক্ষ মানুষ।

Find out more: