রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান। বয়স হয়েছিল ৬২। রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। সংবাদসংস্থা জানাচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শেয়ার বাজার, বাণিজ্যিক মহল এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অনেক দিন ধরেই তাঁর শরীর ভাল ছিল না। সম্প্রতি তাঁর এয়ারলাইন্স আকাশা এয়ার (Akasa Air) আকাশে উড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হুইলচেয়ারে করে এসেছিলেন। তখনই বোঝা যাচ্ছিল যে তাঁর শরীরটা ভাল ছিল না।

ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না। কয়েক দিন আগে তিনি একটি জুতো সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই তিনি শরীরিক সমস্যায় ভুগছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর চিকিৎসকরা তাঁকে সরকারি ভাবে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, "রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য ছিলেন। জীবনবোধে পরিপূর্ণ ছিলেন। অর্থনৈতিক মহলে তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের উন্নয়ন নিয়ে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। তাঁর অকাল প্রয়াণ দুঃখের। তাঁর পরিবার ও অনুাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!"

Find out more: