প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বাজপেয়ীর একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, "শ্রদ্ধেয় অটলজিকে তাঁর চতুর্থতম প্রয়ান দিবসে শ্রদ্ধা জানাই। আমাদের দেশের অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় ভারতবাসী তা সবসময় মনে রাখবে"। সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, "তিনি আমার গুরু, আমার মহান বক্তা,উদার গণতান্ত্রিক মূল্যবোধের ধারক, জাতীয়তাবাদী কবি, দক্ষ প্রশাসক প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।" রাজনাথ সিং টুইট করেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজির পুণ্যতিথিতে তাঁকে নতমস্তকে প্রণাম জানাই। দেশের জন্য তাঁর অবদান কোনওদিন ভোলা যাবে না। ভারতের বিকাশ যাত্রায় যাঁর অবদান অবিস্মরণীয়।”
অটলবিহারী বাজপেয়ী ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯-২০০৪ সাল এই তিন দফায় প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন বাজপেয়ী। অর্থাৎ ২২৬৮ দিন প্রধানমন্ত্রী পদে থেকে দায়িত্ব সামলেছিলেন তিনি। ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে ১৯৪২ সালে অটল বিহার বাজপেয়ী ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র নেতা হিসাবে যোগ দিয়েছিলেন। ২০১৫ সালে বাজপেয়ী জন্মদিনে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন ভূষিত করা হয়েছিল। ২৫ ডিসেম্বর অটল বিহারীর জন্মদিন সুশাসন দিবস হিসাবেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম বিজেপি রাজনৈতিক নেতা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী ৯৪ বছর বয়সে ২০১৮ সালের ১৬ আগস্ট প্রয়াত হন।