নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে ৫২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৫১টি। একটি আসন দখল করেছে বামেরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রে এমন জয় পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল। নন্দীগ্রামের পাশাপাশি কাঁথি ৩ নম্বর ব্লকের মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সবকটি আসন জিতেছে তৃণমূল। হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতিতে মোট ৫২টি আসন রয়েছে। সব আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। বিজেপি ৪০টি আসনে এবং সিপিএম ২৯ টি আসনে মনোনয়ন জমা করে। মনোনয়ন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জেতে তৃণমূল। বাকি ৫১ টি আসনে ভোট হয় রবিবার। ফল প্রকাশের পর দেখা যায়, নির্বাচনে ২,৫০০ জন ভোটারের প্রায় ৯০ শতাংশ ভোটই তৃণমূলের পক্ষে গিয়েছে।

অন্যদিকে, রবিবার কলকাতায় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, "গত কয়েক মাস ধরে এখানে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু কোনও এফেক্ট হচ্ছিল না, ধরা পড়ছিল না। কারণ কী? এখানেও সর্ষের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি। কিছু অফিসার ছিল। তাঁদের পরিবর্তনও করা হয়েছে। সবার একটা দাম থাকে। অনেকে বিক্রিও হয়। সেটা সরকার বুঝতে পেরেছে। আমি যতদূর বুঝেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে এখানে ইডি এসেছে। তারপর কাজ শুরু হয়েছে। যাঁরা সেটিং করছিলেন তাঁদের মধ্য়ে কেউ কেউ আবার মন্তব্য করছে এবং ইডিকে সরানোর জন্য কোর্টেও গিয়েছে। ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না। তবে ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, ডোজ বাড়াতে হবে।"

Find out more: