সোমবারের মতো মঙ্গলবারেও শহরের মুখ ভার। মেঘে ঢেকেছে শহর ও শহরতলী৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে একাধিক জেলা, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য থেকে নিম্নচাপের মেঘ সরলেও অগাস্টের শেষ লগ্নে আসর জমিয়েছে বর্ষা। বৃষ্টির ঘাটতি না মিটলেও বিক্ষিপ্ত বর্ষণে সাধারণ জীবন আজ জেরবার হতেই পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
অন্যদিকে, গতকাল অর্থাৎ সোমবার সকাল থেকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল কলকাতা। কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছিল হাওয়া অফিস। শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছিলে। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছিল। সঙ্গে বয়ে ছিল ঝোড়ো হাওয়া। লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছিল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছিল, নদিয়া, মু্র্শিদাবাদ, উত্তর ২৪ পরগনাতেও আগামী কয়েক ঘণ্টা হালকা বৃষ্টির সম্ভাবনা কথা। কলকাতার বিভিন্ন অংশে সারা দিনই চলেছিল বিক্ষিপ্ত বৃষ্টি। মেঘলা আকাশ ছিল। সোমবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘলা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ ছিল। সে কারণে ভ্যাপসা গরম বেড়েছিল। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
Find out more: