প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল। তিনি বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন। সূত্রের খবর, বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে গৌতম পাল বলেন, “আজ থেকে সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে। আগামী বছর থেকে প্রতি বছর টেট হবে। রেজাল্ট বেরোবে। চাকরিও হবে।’’ তাঁর সংযুক্তি, ‘‘চেষ্টা করব যেন কোনও অভিযোগ না থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতার জন্য ‘গ্রিভান্স সেল’ খোলা হবে।’’ এর আগে পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। টানা ১১ বছর ওই পদে ছিলেন তিনি। গত ২০ জুন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করেন। আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেন রত্না চক্রবর্তী বাগচী। তবে সাংবাদিক বৈঠকে শিক্ষক নিয়োগ নিয়ে চলা মামলা এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি গৌতম। জানান, বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করবেন না।

নব নিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানান এই দফতরে কিছু খামতি রয়েছে, যেমন পর্ষদে অভিযোগ জানানোর কোনও জায়গা নেই। সেই অভিযোগ জানানোর জায়গা আগামী ৩ মাসের মধ্যে তৈরি করে সকলের মতামত নেওয়া হবে। পর্ষদ সভাপতির আশ্বাস, 'যদি কোনও পরীক্ষার্থীর কোনও প্রশ্ন থাকে, তাহলে সরাসরি তাঁর সঙ্গে দেখা করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব।' চলতি বছর সেপ্টেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হবে কি না সেই বিষয় অতি দ্রুত অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ পরীক্ষা নিতে গেলে কিছু সময়ের প্রয়োজন। আর এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব কি না সেটা বৈঠকের পরই বলা সম্ভব হবে বলে জানান পর্ষদ সভাপতি গৌতম পাল।

Find out more: