কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০,৭২৫। বুধবার এই সংখ্যা ছিল ১০,৬৪৯। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৯১৩। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে কর্নাটক (১,২৫৫), কেরল (১,১৫৪) ও দিল্লি (৯৪৫)। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার সামান্য বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ২.৭৩ শতাংশ। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ২.৬২ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীতে কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সর্বোচ্চ।

অন্যদিকে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, এখন মানুষকে টোল ট্যাক্স দিতে হবে না।তাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, '২০১৯ সালে, আমরা একটি নিয়ম করেছিলাম যে গাড়িগুলিতে কোম্পানি লাগাবে নম্বর প্লেট। এই কারণে গত চার বছরে যেসব যানবাহন এসেছে সেগুলোতে বিভিন্ন নম্বর প্লেট রয়েছে’। তিনি আরও বলেন, ‘এখন টোল প্লাজাগুলি সরিয়ে ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে, যা এই নম্বর প্লেটগুলিকে পড়বে এবং টোল সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে’। এই স্কিমটিও পাইলটিং চলছে বলে জানিয়েছেন তিনি। তবে একটি সমস্যা রয়েছে যে টোল না দেওয়া গাড়ির মালিককে শাস্তি দেওয়ার কোনও বিধান আইনে নেই। সেই বিধান আইনের আওতায় আনতে হবে বলেও জানিয়েছেন তিনি। যেসব গাড়িতে এই নম্বর প্লেট নেই, তাদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নম্বর প্লেট বসাতে বলা হবে। এর জন্যও বিল আনতে হবে বলেছেন মন্ত্রী।

Find out more: