এই সপ্তাহে আগামী ৫ দিনও বৃষ্টি চলবে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলোতে সোমবারও অত্যাহত থাকবে বৃষ্টি। আগামী ৫ দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে৷ হালকা ও অতিভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের উপরের জেলাগুলিতে৷ বর্তমানে হিমালয়ের কাছাকাছি রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে গত শনিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বহু জেলায়। সেই রেশ এই সপ্তাহে চলবে বলে জানা গিয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহারেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

অন্যদিকে, কেষ্টর গড়ে দলীয় সভা। আর সেই সভাতে কেষ্টর অভাবের কথা বার বার উঠে এল নেতাদের বক্তব্যে। যদিও কেউই নাম করলেন না অনুব্রত মণ্ডলের। নাম না করেই উপস্থিত মন্ত্রী থেকে জেলা সভাপতি সকলেই কেষ্টর অভাবের কথা বললেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে কলকাতায় পূর্ব বর্ধমান জেলার ১৬ বিধায়কদের নিয়ে রাজ্য নেতৃত্ব বিশেষ বৈঠকে বসেছিল। গোরুপাচার কাণ্ডের জেরে অনুব্রত মণ্ডল আসানসোল সংশোধনাগারে থাকায়, নেতৃত্বে কিছুটা  শূন্যতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের  দায়িত্বে  থাকা পূর্ব বর্ধমানের তিন বিধানসভা আউশগ্রাম, মঙ্গলকোট, ও কেতুগ্রাম এলাকার সাংগঠনিক দায়িত্ব পূর্ব বর্ধমান জেলা সভাপতিকে দেওয়া হয়। রাজ্য নেতৃত্বের সেই সাংগঠনিক সিদ্ধান্তের পর আজই প্রথম কেতুগ্রামের ১৬টি পঞ্চায়েতের পদাধিকারীদের নিয়ে  বিশেষ বৈঠক হল।

Find out more: