আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি চুড়ান্ত ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু থকে এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চুড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া সকাল আটটার পর থেকেই থাকবে। বাড়বে ঘামের সমস্যা। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে ২৮.৫ ডিগ্রি হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে হয় ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি।
অন্যদিকে, সপ্তাহান্তে এবং রবিবার ও ছুটির দিনে পুজোর কেনাকাটার ভিড় সামাল দিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে এই অতিরিক্ত মেট্রোগুলি চলবে। বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহেই ৩ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে। চলবে ২৫ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত। সাধারণত শনিবার আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৩৪টি মেট্রো চালোনো হয়। অতিরিক্ত পরিষেবা দেওয়ার ফলে এই সংখ্যাটাই হবে ২৮২। রবিবার ১৩০টি মেট্রো পরিষেবা দিত। পুজোর আগে আগামী কয়েক সপ্তাহ রবিবার ১৬৪টি মেট্রো চলবে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীস্বাচ্ছন্দের কথা ভেবেই তাঁদের এই পদক্ষেপ। তবে তাদের তরফে এ-ও জানানো হয়েছে যে, প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
Find out more: