আবার ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতের। আগামী শুনানি রয়েছে ২১ সেপ্টেম্বর। এখন যদি অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যায় তদন্ত একদমই করা যাবে না। এমনটাই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র। অনুব্রতের হয়ে বীরভূম জেলার আইনজীবী অনুপম আঢ্য এবং আইনজীবী মলয় মুখোপাধ্যায় আসানসোল আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা জামিনের জন্য সওয়াল করেন। সিবিআই এদিন আদালতে জমা করেছে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তাছাড়া তাঁর নামে বহু সম্পত্তির হদিশ পেয়েছে বলে দাবি করে সিবিআই। এমনকী এনামুলের সঙ্গে যে টাকার লেনদেন হয়েছে, তার তথ্য রয়েছে। সিবিআই আদালতে এও দাবি করেছে, অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে শুল্ক আধিকারিকদেরও হুমকি দিতেন। এরই পাল্টা, বাংলাদেশে যে গরু পাচার করা হতো তার কোনও নির্দিষ্ট তথ্য নেই সিবিআই আধিকারিকদের কাছে বলে আদালতে সওয়াল করলেন অনুব্রতের আইনজীবী। তবে অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘‌শরীর ভাল নেই।’‌

অন্যদিকে, হালে করোনার বেশ কিছু নতুন রূপ নিয়ে শঙ্কা বেড়েছে। ভাইরাসটি নিরন্তর নিজের রূপ বদল করে চলেছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। ফলে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য দরকার নতুন ধরনের রোগ প্রতিরোধ শক্তিও। আর সেই কারণেই প্রতি বছর এমনভাবে করোনার টিকা বা বুস্টার টিকা নেওয়ার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, করোনাভাইরাস তার রূপ বদলাচ্ছে। ফলে প্রতি বছর সেই রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলানো হবে করোনার টিকা। এবং প্রতি বছর সেই টিকা দেওয়া হবে। একমাত্র এভাবেই করোনার সঙ্গে লড়াই করা যাবে বলে মনে করছেন আমেরিকার চিকিৎসকরা। আর সেটিই জানিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা নতুন ধরনের করোনভাইরাস সম্পর্কে আলোকপাত করেছেন। তাঁদের বক্তব্য, ১২ বছর বা তার বেশি বয়সীদের কেউ যদি এখনও ভ্যাকসিন না নিয়ে থাকে,  তবে তাদের অবিলম্বে টিকা নিতে বলা হয়েছে। কারণ এই নতুন ধরনের করোনাভাইরাস তাদের মধ্যেই ছড়িয়ে পড়ছে বলে মনে করা হয়েছে।

Find out more: