কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর্দ্রতা জনিত অস্বস্তি আর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উপরে থাকবে বলেও জানা গিয়েছে। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে সাত মিলিমিটার। নিম্নচাপের ক্ষেত্রে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। এটি ক্রমশ ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে বলেও জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়  আবহাওয়া খারাপ হতে পারে শনিবার থেকে সোমবারের মধ্যে। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, সুপার ফোরের ম্যাচে রবিবারেই দুবাইতে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুই দল। ম্যাচে নেমেই আক্রমণাত্মক মেজাজে এদিন খেলা শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল। প্রথম ওভারেই নাসিম শাহকে স্টেপ আউট করে কভারের উপর দিয়ে একটি চার মারেন রোহিত। ওই ওভারেই পুল করে একটি লম্বা ছক্কা হাকিয়ে বুঝিয়ে দেন তাদের ইন্টেন্ট। আর তাদের এই ইন্টেন্টেই আজকের ম্যাচে তাদেরকে জুটিতে এক নয়া নজির গড়তে সাহায্য করল। আন্তর্জাতিক টি-২০তে ওপেনিং জুটিতে সর্বাধিক অর্ধশতরান করার নজির গড়লেন রোহিত এবং রাহুল। এদিন পাওয়ারপ্লেতেই দলের অর্ধশতরান সম্পন্ন হয়ে যায়। ৫.১ ওভারেই উঠে যায় ৫৪ রান। দলীয় ৫৪ রানে রোহিত শর্মা মারতে গিয়ে ক্যাচ আউট হলে ভাঙে ওপেনিং জুটি। হ্যারিস রউফকে মারতে গিয়ে আউট হন রোহিত। হ্যারিসের স্লোয়ার বলে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১৬ বলে ২৮ রান করেন রোহিত। তার ইনিংস সাজানো ছিল ২ টি চার এবং ৩টি ছয়ে। ২০ বলে ২৮ রান করে আউট হন কেএল রাহুল।

Find out more: