আজও বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাত হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টা তিন জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ সারাদিনই বৃষ্টি হবে। বিকেলের দিকে এই বৃষ্টি বাড়বে দক্ষিণের বহু জেলায়। এদিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আবহাওয়া দফতর। পর্যটকদেরও সমুদ্রে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিম্নচাপের অক্ষরেখা এখনও বিস্তৃত রয়েছে ছত্তিশগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপের অক্ষরেখার কারণে বৃষ্টি হবে বৃহস্পতিবার। পরের সপ্তাহে ফের ভআরী বর্ষণের সাক্ষী থাকতে পারে দক্ষিণবঙ্গ। এদিকে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পাঁচ থেকে সাত জেলাতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। প্রসঙ্গত, বৃষ্টি এবং মেঘলা আকাশের জেরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের ঘরে।
Find out more: