আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এই দুই দিন উপকূলবর্তী এলাকায় ৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও একটু শক্তি বাড়াবে। এদিকে মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালাসোর হয়ে এই নিম্নচাপের বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী ৩ থেকে ৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে একটু বেশি বৃষ্টি হবে। এদিকে মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে মহানগরীতে।

Find out more: