মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কালীপুজো এবং দীপাবলি মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি জানানো হয়েছে। কালীপুজোয় কবি সুভাষ থেকে প্রথম বিশেষ ট্রেন রাত ৯টা ৫৪ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। দু’টি স্টেশন থেকেই শেষ বিশেষ ট্রেন রাত ১২টায়। ২৫ অক্টোবর, দীপাবলির দিন মোট ১৮৮টি মেট্রো (আপ এবং ডাউনে ৯৪টি করে) পরিষেবা দেবে। ওই দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে। এ ছাড়া কালীপুজো এবং দীপাবলির দু’দিনই মেট্রো রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে।

অন্যদিকে, এক জোড়া শিয়ালদা-ডানকুনি লোকাল চালানো হবে। রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে অতিরিক্ত ট্রেন। এক জোড়া শিয়ালদা-বারাসত লোকাল চালাবে পূর্ব রেল। যে বারাসত কালীপুজোর জন্য বিখ্যাত। রাত ১২ টা ১০ মিনিট শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে। রাত ১ টা ১০ মিনিট বারাসত থেকে ছাড়বে একটি লোকাল ট্রেন। শিয়ালদা-রানাঘাট শাখায় এক জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ট্রেন ছাড়বে। রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে লোকাল ট্রেন। এক জোড়া শিয়ালদা-বারুইপুর লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। সেই ট্রেন রাত ১২ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুর থেকে অতিরিক্ত লোকাল ট্রেন ছাড়ার সময় - রাত ১ টা ২৫ মিনিট।

Find out more: