গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো ছিল। অন্যান্য বছরের মতো এ বারও বেশ জাঁকজমক করে পুজো করেছেন মমতা। নিজের হাতে ভোগ রাঁধেন মুখ্যমন্ত্রী। পুজোয় নিমন্ত্রিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল গণেশন। মুখ্যমন্ত্রী তাঁকে নিজের বাড়ি ঘুরিয়ে দেখান। মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে কার্যত হতবাক হয়ে যান রাজ্যপাল। তিনি নাকি মমতাকে প্রশ্ন করে ফেলেন, কী ভাবে এত ছোট্ট বাড়িতে মুখ্যমন্ত্রী থাকেন! সূত্রের খবর, মমতার আতিথেয়তায় আপ্লুত হয়েছেন রাজ্যপাল। কালীপুজোর ব্যস্ততার মধ্যেও রাজ্যপালের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেই তাঁর দাদার জন্মদিনের অনুষ্ঠানে যেতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। গণেশনের সেই অনুরোধে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখের অনুষ্ঠানে যোগ দিতে তাই এক দিন আগেই চেন্নাই পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই সমালোচনার মুখে পড়লেন ঋষি সুনক। সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনায় বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। বিরোধীদের প্রশ্ন, গত সপ্তাহেই সরকারি গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন বলে যিনি ইস্তফা দেন, তাঁকে কীভাবে সরকারের শীর্ষপদে ফিরিয়ে আনা হল? মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ঋষি। যিনি চলতি বছর তৃতীয় ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি যে নয়া বেছে নিয়েছেন, তাতে আছেন সুয়েলাও। সপ্তাহখানেক সুয়েলার পরিবর্তে যে গ্র্যান্ট শ্যাপস স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তাঁকে বাণিজ্য মন্ত্রী করেছেন ঋষি। গত সপ্তাহেই লিজ ট্রুস সরকার থেকে পদত্যাগ করেছিলেন সুয়েলা। সেইসময় তিনি দাবি করেছিলেন, অভিবাসন সংক্রান্ত সরকারি নীতির পক্ষে সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে ব্যক্তিগত ইমেল থেকে এক 'সংসদীয় সতীর্থকে' ইমেল পাঠিয়েছিলেন। তার ফলে লঙ্ঘিত হয়েছে নিয়ম। অভিবাসন সংক্রান্ত সেই নথির বেশিরভাগটাই সাংসদরা জানলেও নৈতিক কারণে ইস্তফা দিয়েছেন বলে দাবি করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা।
Find out more: