সাধারণ সবজি যেমন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সবুজ মটরশুটি, ক্যাপসিকাম, গাজর এবং শিমের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। কৃষকদের অনেকেই ভেবেছিলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে চাষে ক্ষতি হবে। তবে সেরকম না হওয়ায় এখন অনুকূল আবহাওয়ায় ভালো সবজি উৎপাদন হবে বলেই আশা কৃষকদের। তারা জানাচ্ছেন এ বছর সবজি চাষ ভালোই হয়েছে। ফলে আবহাওয়া ভালো থাকলে সবজির দাম আরও কমবে। কারণ ইতিমধ্যেই শীত সবজির চাষ শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের আশা, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতকালীন শাক-সবজির আরও বেশি পরিমাণে বাজারে ঢুকবে। পশ্চিমবঙ্গ ভেন্ডরস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্য সরকারের বাজার টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, এখনও পর্যন্ত রাজ্যে সবজি উৎপাদনের মাত্রা ভালোই রয়েছে। আবহাওয়া ভালো থাকলে সবজির উৎপাদন আরও ভালো হবে।
অন্যদিকে, ভাবনাটা স্রেফ ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে অবশ্যই একটা ডিসক্লেমারও। শুক্রবার রাজ্যগুলির স্বরাষ্ট্র মন্ত্রীদের চিন্তন শিবিরে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি মন্তব্য করেন, এক দেশ, এক ইউনিফর্ম। পুলিসদের ক্ষেত্রে বিষয়টি ভেবে দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, এটা স্রেফ একটা ভাবনা। এটি রাজ্যগুলির উপরে চাপিয়ে দিতে চাইছি না। বিষয়টি রাজ্যগুলি ভেবে দেখতে পারে। আগামী ৫, ৫০ কিংবা একশো বছরে এটা বাস্তবায়িত হতেই পারে। ভেবে দেখুন আপনারা। ইতিমধ্যেই অমিত শাহ জানিয়েছেন প্রতিটি রাজ্যে এনআইএর দফতর হবে। তারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করবে। শাহর ওই মন্তব্যের পরই প্রধানমন্ত্রী এক দেশ এক উর্দির পক্ষে সওয়াল করলেন। এনিয়ে মুখ খুলতে শুরু করেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী এদিন বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। কিন্তু তা দেশের ঐক্য ও অখণ্ডতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দেশের নিরাপত্তার প্রশ্নের প্রতিটি রাজ্যেরই একে অন্যকে দেখে শেখা উচিত। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে সংবিধান অনুযায়ী দেশের রাজ্যগুলিকে যেমন একসঙ্গে কাজ করতে হবে তেমনি এটা প্রতি রাজ্য প্রশাসনের দেশের প্রতি কর্তব্যও।
Find out more: