শনিবার কলকাতায় পারদ নেমেছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। ১০ বছর পর এই প্রথম অক্টোবর মাসে এতটা নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবরে শহরের তাপমাত্রা নেমেছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে। তাপমাত্রা সকালে ছিল ১৯.৬ ডিগ্রি । যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল এই তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে হালকা কুয়াশা অথবা শিশির পড়তে পারে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ  ৯০ শতাংশ। কোনও বৃষ্টি হয়নি কলকাতায়। এই রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে রাজ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এখনও শীত আসতে দেরি রয়েছে। এমন শীতল ভাব বজায় থাকবে শহরে। ভোরের দিকে কুয়াশা থাকতে পারে। কালীপুজো কাটলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়তে থাকে শীত। যদিও কলকাতায় শীতের জবুথবু ভাব মূলত মালুম হয় ডিসেম্বর ও জানুয়ারিতে। নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে শীতের হালকা ভাব টের পাওয়া যায়। দীপাবলির সময় বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সরাসরি প্রভাব পড়েনি এ রাজ্যে। বৃষ্টি আর দমকা হাওয়া বয়েছে। সেই সময়ই আবহাওয়া দফতর জানিয়েছিল, সিত্রাং বিদায়ের পর রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ।

Find out more: