নভেম্বরের শুরুতেই কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১১৩ টাকা। দিল্লি এবং মুম্বইয়ে ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস পেয়েছে যথাক্রমে ১১৫.৫ টাকা। চেন্নাইয়ের ক্ষেত্রে ১১৬.৫ টাকা কমে গিয়েছে সিলিন্ডারের দাম। দিল্লিতে বর্তমানে ১৮৫৯.৫ টাকার পরিবর্তে ১৭৪৪ টাকায় পাওয়া যাবে ১৯ কেজি সিলিন্ডার। কলকাতায় ১৯৯৫.৫০ টাকার পরিবর্তে ১৮৪৬ টাকায় পাওয়া যাবে ১৯ কেজি সিলিন্ডার। এদিকে মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডার মিলবে ১৬৯৬ টাকায়। এদিকে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে ১৮৯৩ টাকা।
১ অক্টোবরও বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডরের দাম কমেছিল। এবার এই মাসে ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও স্বস্তি মিলল না গৃহস্থের। কারণ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একই রয়েছে। গত ৬ জুলাই এই গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা করে। কলকাতায় বর্তমানে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ১,০৭৯ টাকা।
অন্যদিকে, ভিড়ের চাপে ভেঙে পড়ল গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের (Morbi bridge collapse) ঝুলন্ত সেতু। ছটপুজোর দিনে সেতু ভেঙে অন্তত ১৪১ জনের মৃত্যু হয়েছে। যখন এই ঝুলন্ত ব্রিজের তাঁর ছিঁড়ে যায় তখন নারী ও শিশুসহ প্রায় ৫০০ লোক ছিলেন ব্রিজের উপরে। ব্রিজ ভেঙে নদীতে পরে যান তাঁরা। সেতু দুর্ঘটনার একদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার রাজ্যের সমস্ত ক্যাবল সেতুর অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। সূত্রের খবর, রাজ্যের সমস্ত ক্যাবল সেতুর নিরাপত্তা ও অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে পশ্চিমবঙ্গ পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Find out more: