২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার জন্য দ্বিপাক্ষিক সিরিজ়ের মাধ্যমে সুপার লিগ খেলা হচ্ছে। সেই লিগের প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সোমবার আফগানিস্তান নিজেদের জায়গা পাকা করে ফেলল। এখনও পর্যন্ত মোট সাতটি দল বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে। আয়োজক দেশ হিসাবে ভারত যোগ্যতা অর্জন করলেও পয়েন্টের বিচারেও সবার উপরে ভারত (১৩৪ পয়েন্ট)। তারা বাদ দিয়ে পয়েন্টের বিচারে সরাসরি যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড (১২৫ পয়েন্ট), নিউ জ়িল্যান্ড (১২৫ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১২০ পয়েন্ট), বাংলাদেশ (১২০ পয়েন্ট), পাকিস্তান (১২০ পয়েন্ট) এবং আফগানিস্তান (১১৫ পয়েন্ট)। মোট আটটি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে।
অন্যদিকে, পাকিস্তানকে (Pakistan) একা হাতে হারিয়ে সদ্যই ইংল্যান্ডকে (England) টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) চ্যাম্পিয়ন করিয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। এবার তাঁর ভূমিকা বদলে গিয়েছে। টেস্ট দলের অধিনায়ক বাবর আজমদের (Babar Azam) দেশে পা রেখেই মহানুভবতার পরিচয় দিলেন। দীর্ঘ ১৭ বছর পর স্টোকসের নেতৃত্বে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড। বাইশ গজের যুদ্ধের ফলাফল কী হবে সেটা আগাম জানা নেই। তবে পাকিস্তানের বন্যাদুর্গতদের (Pakistan Flood Victim) দিকে সাহায্যের হাত বাড়িয়ে ফের একবার সবার প্রিয় পাত্র হয়ে উঠলেন এই তারকা অলরাউন্ডার। ঐতিহাসিক এই সফরে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজের প্রতিটি ম্যাচ থেকে পাওয়া অর্থ বন্যাদুর্গতদের দান করবেন স্টোকস। তিনি জানিয়েছেন, বন্যাদুর্গত মানুষদের যদি এতে একটুও সাহায্য হয়, তা হলে তিনি খুশি হবেন। স্কোটসের এমন মহানুভবতার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister Of Pakistan) শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ও দেশের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। টুইটারে স্টোকস লিখেছেন, 'আমি টেস্ট সিরিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে দান করব। প্রথম বার পাকিস্তানে টেস্ট সিরিজ় খেলতে আসার অভিজ্ঞতা খুব ভাল। ১৭ বছর পরে ইংল্যান্ড আবার পাকিস্তানে খেলতে এসেছে। ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ প্রত্যেকের কিছু দায়িত্ব রয়েছে। এই বছর বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এই দেশের মানুষরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটা দেখে খুব খারাপ লাগছে।'
Find out more: