শিল্প ও বাণিজ্য বিভাগে তাঁর অশেষ অবদানের কারণে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদান করা হয় সুন্দর পিচাইকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে পুরস্কার তুলে দেন। তিনি জানান, মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ। পদ্মভূষণ গ্রহণ করে সুন্দর পিচাই জানান, ভারত বরাবরই তাঁর একটি বড় অংশ। সরকার তথা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গুগল প্রধান।
শুক্রবার সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। তিনি বলেন,‘‘সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।’’ টুইটারে সিন্ধু লেখেন, ‘‘সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন।’’ ভারত সরকারের তরফে এই সম্মাননায় অভিভূত খড়্গপুর আইআইটির প্রাক্তনী পিচাই তাঁর ব্লগে লেখেন, ‘‘ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে। আমি ভাগ্যবান যে, এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁদের।’’ গুগল সিইও-র আরও সংযোজন, ‘‘এই সম্মানের জন্য ভারত সরকার এবং প্রতিটি ভারতবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যে দেশ আমায় তৈরি করেছে, তার কাছে এমন সম্মান পাওয়া বিরাট ব্যাপার।’’
Find out more: