হাড় কাঁপানো ঠান্ডা ও উত্তুরের হাওয়ার জেরে গত তিন দিন যতটা জবুথবু অবস্থা আজ তার তুলনায় খানিকটা হলেও চনমনে কল্লোলিনী। সপ্তাহের প্রথম দিন সকালের রোদ গায়ে মেখেই ব্যস্ত হয়ে উঠেছেন মানুষ। তবে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা এখনও এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। এ ছাড়া, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে শহরতলিতে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই রোদের দাপটে শীতের আমেজ থাকবে। তবে হাড় কাঁপানো ঠান্ডা ও উত্তুরের হাওয়ার জুটির জোড়া আক্রমণের হাত থেকে মিলবে রেহাই। কোথাও কোনও বৃষ্টি সম্ভাবনা নেই জানিয়ে হাওয়া অফিস।

আগামী দু’দিনও শহর এবং শহরাঞ্চলে তাপমাত্রার তেমন ওঠানামার সম্ভাবনা নেই। বজায় থাকবে ঠান্ডার আমেজ। হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পরের সপ্তাহে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রবিরাই উর্ধ্বমুখি হওয়া শুরু করে তাপমাত্রা তবে উত্তরে হাওয়ার দাপট ছিল সর্বত্র। দিনেরে বেলায় সূর্যের তেজ ঠান্ডায় তেমন ভাবে কাবু করতে দেয়নি ঠিকই। তবে রাত বাড়তেই ঠান্ডা হাড়ে হাড়ে মালুম হচ্ছিল। তবে রাজ্যের একাধিক জেলায় রবিবার থেকেই শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় রয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখনও পর্যন্ত পুরুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে সব থেকে নীচে।

Find out more: