যাত্রী সুরক্ষায় জোর দিতে রাজ্যের ১ লক্ষ ৬০ হাজার বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস বসাতে হবে। দেশের বিভিন্ন জায়গায় ভিএলটিডি নির্মাণকারী সংস্থার সঙ্গে পরিবহণ দফতরের ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। কিন্তু আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস লাগানো যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বেসরকারি বাস মালিক ও ক্যাব সংগঠনগুলির।
জিপিএস প্রযুক্তির এই ট্রাকিং ডিভাইস থেকে নির্দিষ্টভাবে যে কোনও বাণিজ্যিক গাড়ির নির্দিষ্ট লোকেশন জানতে পারবে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম থেকেই এই ডিভাইসের মাধ্যমে দুর্ঘটনায় পড়লে গাড়িটিকে প্রয়োজনীয় সাহায্য করতে সংশ্লিষ্ট থানা থেকে সহায়তা মিলবে। এছাড়া বাণিজ্যিক গাড়িগুলিতে থাকছে প্যানিক বাটন। এর মাধ্যমে যাত্রীরা সরাসরি পরিবহণ দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। এর মাধ্যমে যাত্রীরা সরাসরি পরিবহণ দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।