এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। একইসঙ্গে কুয়াশার সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার দাপট থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকী দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্পে ঢুকছে। উল্টোদিকে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাবও থাকছে। এই কারণে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।