বছর শুরুতেই উধাও শীত। কনকনে শীতের (Winter) মেজাজ যেন আচমকাই উধাও হয়ে গিয়েছিল। মকর সংক্রান্তির আগে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু মঙ্গলবার থেকে সেই তাপমাত্রা কমতে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতায়র সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৮৩ শতাংশ।

এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। একইসঙ্গে কুয়াশার সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার দাপট থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকী দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্পে ঢুকছে। উল্টোদিকে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাবও থাকছে। এই কারণে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Find out more: