প্রত্যাবর্তন করতে চলেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। আগামী ২৪ জানুয়ারি থেকে তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র রঞ্জি ম্যাচ। আসন্ন এই ম্যাচের জন্য সৌরাষ্ট্রের দলে রাখা হয়েছে রবীন্দ্র জাডেজাকে। আইপিএলের সময়ে নিজের ঘরের মাঠ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচে খেলবেন জাড্ডু। তাঁকে দলে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সৌরাষ্ট্রের কোচ নীরজ ওদেদ্রা। তিনি বলেন, ‘সৌরাষ্ট্রের প্রতিটি ক্রিকেটার ভীষণ উত্তেজিত। রবীন্দ্র জাডেজার মতো কোনও ক্রিকেটার দলে থাকলে যেকোনও দলই লাভবান হবে। একইসঙ্গে জাডেজার উপস্থিতিতে চাপে থাকবে প্রতিপক্ষ দলও। জাডেজা নিজেও জানিয়েছেন সৌরাষ্ট্রের টিমমেটদের সঙ্গে খেলতে তিনি নিজেও ভীষণ উত্তেজিত।’  

৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia) সিরিজকে পাখির চোখ করছেন তিনি। এর আগে জাডেজা তাঁর অনুশীলনের একটি ভিডিয়ো টুইটারে আপলোড করেন। আর আপলোড করতেই নিমেষে সেটা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। প্রসঙ্গত, ২০২২ এর ৩১ অগাস্ট শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন জাড্ডু।কয়েকদিন আগে থেকেই ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন। আগামী ২৪শে জানুয়ারি থেকে তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র ম্যাচ। সেই ম্যাচে খেলার কথা রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। রঞ্জি (Ranji) ম্যাচ খেললে নিজেও বুঝতে পারবেন এইমুহূর্তে কতটা ফিট রয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। জাডেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের ১৭ জনের দলে রেখেছেন জাতীয় নির্বাচকরা। যদিও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কি খেলবেন না তা সম্পূর্ণ নির্ভর করবে ফিটনেসের উপর। এশিয়া কাপ চলার সময় ডান হাঁটুতে গুরুতর চোট পান জাডেজা। পরে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।

২০১৬-১৭ তে যখন অস্ট্রেলিয়া ভারতে আসে, সেইসময়ের সেরা পারফর্মার ছিলেন রবীন্দ্র জাডেজা। সেই সিরিজে ২৫ উইকেট নিয়েছিলেন, একইসঙ্গে ব্যাট হাতেও অবদান রেখেছিলেন। এবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ রকম পারফরম্যান্স করার ব্যাপারে আশাবাদী জাডেজা।

উল্লেখ্য,  এখনও পর্যন্ত জাডেজা ৬০টি টেস্ট, ১৭১টি এক দিনের ম্যাচ এবং ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রায় সাড়ে পাঁচ হাজার রান রয়েছে। টেস্টে তিনটি শতরান এবং ১৭টি অর্ধশতরান রয়েছে। ৪৮২টি আন্তর্জাতিক উইকেট রয়েছে জাডেজার ঝুলিতে।

Find out more: