গতকাল অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ! ভোপালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩ (Khelo India Youth Games 2023)।সোমবার ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এর উদ্বোধন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Chouhan)। উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শান, নীতি মোহন, শিবা মানির মতো তারকারা। বলা যেতে পারে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে ঘিরে এই মুহূর্তে উৎসবমুখর গোটা মধ্যপ্রদেশে।

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে (Khelo India Youth Games) নিয়ে ‘থিম সং’-এর উদ্বোধন আগেই হয়ে গিয়েছে। উদ্বোধন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, ‘মধ্যপ্রদেশের জন্য জানুয়ারি হচ্ছে সোনালি মাস। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস- গোটা রাজ্যে খেলাধূলার আবহাওয়া তৈরি করে দিয়েছে। আমি সব খেলোয়াড়দের বলব অবশ্যই লেখাপড়া করো এবং তারসঙ্গে খেলাধূলাও চালিয়ে যাও।খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে সাফল্যমণ্ডিত করার জন্য মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে কোনও ত্রুটি রাখা হবে না।’

কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) বলেন, ‘মধ্যপ্রদেশ ভীষণ সুন্দর এবং বৈচিত্রে ভরা।এই রাজ্য মহাকালের আশীর্বাদপুষ্ট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর প্রচেষ্টায় অতি কম সময়ে রাজ্যের ক্রীড়া বিভাগে বিস্তর পরিবর্তন হয়েছে। অন্য রাজ্যগুলির অবশ্যই শেখা উচিত মধ্যপ্রদেশ থেকে।’  এবারে সব রেকর্ড ভাঙতে চলেছে ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ (Khelo India Youth Games)। প্রায় ৭০০০ খেলোয়াড় অংশ নিতে চলেছে এই স্পোর্টিং ইভেন্টে। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধারা রাজে সিন্ধিয়া (Yashodhara Raje Scindia) বলেন, ‘মুখ্যমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা জিরো থেকে হিরো হয়েছি।মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রচেষ্টায় মধ্যপ্রদেশ একটি স্পোর্টস হাবের রূপ নিতে চলেছে।’

Find out more: