সাগরদিঘি বিধানসভার মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। ওই উপনির্বাচন উপলক্ষে প্রতিটি বুথে থাকছে সিসিটিভি ক্যামেরা। সাত হাজার কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মহিলা কেন্দ্রীয় বাহিনী থাকছে দুশো জন।। অন্যদিকে, রাজ্য পুলিশ থাকছে দেড় হাজার, মহিলা রাজ্য পুলিশ থাকছে আড়াইশো। এছাড়া ২২টি সিভিল সেক্টর, ২২টি পুলিশ সেক্টর, ২২টি কুইক রেসপন্স টিম, ৪টি আরটি, ২ টিএইচআরএফএস এবং ৩টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে উপনির্বাচন উপলক্ষে।
প্রতিটি বুথে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছেন। এদিকে ভোটকে ঘিরে সাগরদিঘি প্রবেশপথে নাকা চেকিং চলেছে কাল সারারাত। বহিরাগত কেউ যাতে ঢুকতে না পারে সেদিকে কড়া নজরদারি রেখেছে পুলিশ। শান্তিপূর্ণ ভোট করার জন্য সমস্ত রকম উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ-প্রশাসনও।
সাগদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সকালে ভোট দিলেন সামসাবাদ হাইস্কুলের ২০৮ নং বুথে। বহালনগর প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে ভিভিপ্যাটের ব্যাটারি লো হওয়ায় ভোট গ্রহণ বন্ধ হয়ে পড়ে রয়েছে। ভোটদাতাদের লম্বা লাইন পড়ে গিয়েছে। অন্যদিকে, সাগরদিঘি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুক্ষণ ভোটদি ব্যাহত থাকে। তারপর নতুন ইভিএম খুলে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। অন্যান্য ভোটগ্রহণ কেন্দ্রে এদিন সকাল থেকেই মহোৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। (এই প্রতিবেদনের ছবি প্রতীকী)