হোটেল বা রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দামও মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২২১.৫০ টাকায়। যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে মধ্যবিত্তেদের ক্ষেত্রে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি অনেকটাই উদ্বেগের বিষয়। পেট্রল-ডিজ়েলের চড়া দামের কারণে যাতায়াতের ক্ষেত্রেও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় রান্নার গ্যাসের এই দামের জেরে বর্ধিত সংসার খরচ অনেকের আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।
করোনার কারণে অনেকের চাকরি চলে যাওয়া আয় কমেছে অনেকের। তার উপর এমন মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত পরিবারের লোকজনেরা। এদিকে গ্য়াসের দাম যখন বেড়েই চলেছে, তখন সিলিন্ডারে সরকারি ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না। আর মিললেও তা খুব সামান্য। বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে হোটেল-রেস্তরাঁয় খাবারের দাম আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে এর চাপ সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়বে বলে মনে করছেন তাঁরা।