হোলি (Holi Utsav) উপলক্ষে স্পেশাল ট্রেন (Special Srain) চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে রেল (Rail) জানিয়েছে, হোলির সময় অতিরিক্ত ভিড় এড়াতে কলকাতা এবং পুরীর মধ্যে একটি বিশেষ ট্রেন চালু করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি রবিবার একটি করে ট্রেন কলকাতা থেকে পুরী যাবে। পুরী স্পেশাল ট্রেন কলকাতা থেকে ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে। পুরী গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে। একইভাবে ৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি সোমবার একটি করে পুরী স্পেশাল ট্রেন পুরী থেকে কলকাতায় আসবে। সেই ট্রেনটি প্রতি সোমবারই বিকেল ৩টে ৫০ মিনিটে পুরী থেকে ছাড়বে। কলকাতা এসে পৌঁছবে রাত ২টোয়। ট্রেনগুলি আপ এবং ডাউনে ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জয়পুর, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে থামবে।

পূর্ব রেল জানিয়েছে, কলকাতা-পুরী হোলি স্পেশাল ট্রেনটির টিকিট ২ মার্চ থেকে পাওয়া যাবে। বুকিং কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে বলে রেল জানিয়েছে।


অন্যদিকে, বয়স কমাতে কে না চায়? যদি ফিরে যাওয়া যেত সেই ছোট্টবেলায়। এমন আশা করে থাকেন অনেকেই। কিন্তু তা হয় না। পৌরাণিক কাহিনীতে শোনা যায় অনেক সময় আশীর্বাণী বর পেয়ে বৃদ্ধ যৌবন ফিরে(Reverse Ageing) পেতেন। বাস্তব জীবনে কি এটা সম্ভব? এরকমই একটি ঘটনার খবর আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে।

একটি খ্যাতনামা আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ব্রায়ান জনসন (Bryan Johnson) নামে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি বয়স পাঁচ বছর কমিয়ে ফেলেছেন।  এখন বয়স ৪৫ বছর। কিন্তু তিনি চিকিৎসা করিয়ে ফুসফুসের (Lungs) ক্ষমতা ১৮ বছর বয়সের মতো করেছেন। হৃদস্পন্দনের (Heart) ক্ষমতা ৩৭ বছর বয়সের মতো করেছেন। চামড়া (Skin) ২৮ বছর বয়সের মতো করেছেন। তিনি বলেছেন দু'বছর ধরে তিনি এই প্রচেষ্টা করে যাচ্ছেন। এর জন্য তিনি ৩০ জন ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। এই নিয়ে একটি আন্তর্জাতিক পত্রিকাতে এই বিষয়টি লেখা হয়েছে। (how to be18 years old again for only 2 million dollar a Year) যার নাম দিয়েছে (regain youth through rigorous plan).

ব্রায়ান জানিয়েছেন, এক সময় তিনি খুব হতাশায়(Depression) ভুগছিলেন। এজন্য তিনি প্রচুর খাবার খেতেন। তাতে তার ওজন (Over Weight) বেড়ে যাচ্ছিল। অবসাদ গ্রাস করছিল। তার তিন জন সন্তানকে কিভাবে মানুষ করবেন তা নিয়ে চিন্তায় ছিলেন। এমন অবস্থায় তিনি ভাবেন, নিজেকে বদলে ফেলবেন। সেখান থেকে ওই ৩০ জন ডাক্তারের (Doctor) শরণাপন্ন হন। শরীরের মাংসপেশী থেকে শুরু করে প্রতিটা অঙ্গের আলাদাভাবে যত্ন নেন। বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা শুরু করেন। তিনি দাবি করেছেন, তাতে তিনি সফল হয়েছেন। তার বয়স যেন অনেকটাই কমে গিয়েছে।

তিনি প্রচুর সবজি খান। নিয়মিত ভালো ঘুমোন। ব্যায়াম করেন। তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো সবরকম ব্যবস্থা নেন। এতেই সাফল্য এসেছে।

Find out more: