বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠান হয়। সেখানে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবীরা। ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীব অরুণাভ ঘোষ। চিরচারিত রীতি মেনে এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
এদিন এই অনুষ্ঠান কলকাতা হাইকোর্টের ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়। উল্লেখ্য, দীর্ঘ দিন পরে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এতোদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন টি এস শিভগননম। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি আসনে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেয়র ববি হাকিমকে। বস্তুত, গত ১ মে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিস কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য। গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
জানা গিয়েছে, বিচারপতি টিএস শিভগননম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বিএসসি করেন। মাদ্রাজ ল কলেজ থেকে পঠন পাঠন করেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অফ তামিলনাড়ুর সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত জাজ হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন।