হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার উপকূলে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে হালকা হাওয়াও। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। তবে সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা ফের বাড়বে বলে জানা যাচ্ছে। এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৬ শতাংশ।
এদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহওয়া দফতর। একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তাও জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাবাস দিয়েছে আবহাওয়া দফতর।