জামাই ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৭ মে পর্যন্ত দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই কম।

এদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে ২৫ ও ২৬ মে পর্যন্ত। উত্তরের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা আরও একটু কমবে। আজ কলকাতাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও অনেকটাই কম। আগামীকাল কলকাতায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সঙ্গে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমবে। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে কালবৈশাখীর ঝোড়ো হাওয়াও চলবে। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকবে৷০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির তেজ কমবে। শুক্র, শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

Find out more: