জেলায় জেলায় লু...! পারদ চড়ছে কলকাতাতেও (Kolkata)! অসহ্য় গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গ (South Bengal)! রোদে রাস্তায় বেরোলে যেন পুড়ে যাচ্ছে শরীর! সকাল থেকেই গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। দুর্ভোগ থেকে এখনই রেহাই মিলছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন তীব্র দহন জ্বালা থেকে কতবে মিলবে স্বস্তি। আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্তের হাত ধরেই মিলবে স্বস্তি।

শুক্রবারও রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত। আগামী বুধবার পর্যন্ত জারি গরম ও অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলায় জেলায় বইবে লু। কলকাতাতেও বাড়বে গরম (Temperature Increase) ও অস্বস্তি। আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আপাতত নেই বৃষ্টির কোনও সম্ভাবনা।প্রায় ৪০ ছুঁল কলকাতা। ৪০ প্রায় ছুঁয়ে ফেলল দমদম ও সল্টলেক। আলিপুর ৩৯.৪। মালদা ও দুই দিনাজপুর ৪০ ছূঁই ছূঁই। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা। খুব একটা স্বস্তি দেবে না এই বৃষ্টি। আবহাওয়া অফিস জানাচ্ছে কলকাতায় এই তাপপ্রবাহের (Heat wave) সিরিজে ৪০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু কলকাতায় তাপমাত্রা অনূভূত হচ্ছে ৪০এর উর্দ্ধে। পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় গোটা বাংলাকে।


গরম বাড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং ছাড়া সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ৫-৬ জুন দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘর্মাক্ত তাপপ্রবাহ। রাতেও স্বস্তি মেলার সম্ভবনা প্রায় নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি রয়েছে। কিন্তু হাওয়া দিচ্ছে না, ফলে ঘাম শুকাবে না আগামী ৫ দিন।

আবহাওয়া দফতর জানাচ্ছে,  রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই সব জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই সব জেলায় জারি কমলা সতর্কতা। এদিকে রবিবার বৃষ্টি হতে পারে বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।

পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় গোটা বাংলাকে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টের মধ্যে প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোদের হাত থেকে বাঁচতে রোদ চশমা ও ছাতা রাখার পরামর্শও দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ চলবে। এবার পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম।

Find out more: