জল্পনা চলছিলই। কারণ শাস্ত্রীকে টক্কর দেওয়ার
মতো ভারি নাম হেড কোচ হিসাবে কেউ আবেদন করেননি। এবং সেই জল্পনাই সত্যি হল। ভারতীয়
টিমের হেড কোচ পদে রি অ্যাপয়েন্টেড হলেন রবি শাস্ত্রী। আগামী দু’বছরের জন্য তাঁর চুক্তি বাড়ানো হয়েছে। ২০২১ সালে টি ২০
বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে শাস্ত্রীই থাকবেন। শুক্রবার ক্রিকেট অ্যাডাভাইজারি
কমিটি প্রেস কনফারেন্স করে একথাই জানিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ওয়েস্ট
ইন্ডিজের বিমান ধরার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলে গিয়েছিলেন শাস্ত্রীর সঙ্গে
তাঁর বোঝাপড় ভালো এবং কলকাতায় এক অনুষ্ঠানে এসে কপিল দেবও বলেছিলেন অধিনায়কের
কথাকে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, এদিন লালচাঁদ রাজপুতকে দেখে প্রচণ্ড আত্মবিশ্বাসী লেগেছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রবি শাস্ত্রীই হলে বিরাট কোহলিদের কোচ। ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি অবশ্য বলেছে, এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় টম মুডি, মাইক হেসন ও রবি শাস্ত্রীর মধ্যে। এদিন ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রবি শাস্ত্রীর ইন্টারভিউ নে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। এর আগে প্রায় চল্লিশ মিনিট ধরে লালচাঁদ রাজপুত। এছাড়াও আজ সশশীরে ইন্টারভিউ দেন রবিন সিংও। শাস্ত্রী ছাড়াও এদিন পাঁচ জন ভারতীয় টিমের কোচের জন্য ইন্টারভিউ দেন।
প্রসঙ্গত, দু’বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর রবি শাস্ত্রীকে কোচ করা হয় ভারতীয় টিমের। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারত ২১ টি টেস্ট খেলেছে রবি শাস্ত্রীর কোচিংয়ে। তার মধ্যে ১৩ টি টেস্ট জিতেছে ভারত। টি ২০ ৩৬ টি খেলে জিতেছে ২৫টিতে। এবং ৬০ টি ওয়ান ডের মধ্যে ৪৩টিতে জিতেছে ভারত। এই রেকর্ডই শাস্ত্রীর হয়ে কথা বলেছে।