টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হলো প্রো কবাডি সিজন ৭ এর কলকাতা লীগ। প্রথম ম্যাচ ছিল বেঙ্গল ওয়ারিয়র্স এবং গুজরাট ফর্টিউন জায়েন্টের সাথে।টসে জিতে গুজরাট  প্রথম রেড করে বেঙ্গল  ক্যাপ্টেন মনীন্দ্র সিং, এবং প্রথম রেডেই ১ পয়েন্ট নিয়ে ফেরে বাংলার ক্যাপ্টেন। ম্যাচের শুরু ভালো হলেও ম্যাচের পরিণতি হয় টাই।
কলকাতার টিমে খেলছিলেন বলদেব সিং,মোহাম্মদ ইসমাইল নবিবাকস,জিভা কুমার,কে প্রবচন,রিংকু এবং মনীন্দ্র সিং বেঙ্গল টিমের ক্যাপ্টেন ও ময়ূর সিভৎকার কে হাফ টাইমের পর সবস্টিটিউশন করে সুকেস হেগ্রে কে খেলিয়ে বেঙ্গল টিমকে রিডিং এ জোরদার করেছে।গুজরাটের টিমে খেলছিলেন অঙ্কিত,রোহিত গুলিয়া,সুমিত,সনু, জি বি মোরে , সচিন ও সুনীল কুমার গুজরাট ফরচুন জায়েন্টের ক্যাপ্টেন।
ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই গুজরাট রিভিউ নেয়,কিন্তু সেই রিভিউ অসফল হয়ে যায়। হাফ টাইমের সময় বেঙ্গল টিম  ২ পয়েন্টে এগিয়ে, স্কোর বেঙ্গল ১৫ এবং গুজরাট ১৩। হাফ টাইমের পর খেলা পুরো ঘুরিয়ে দিল গুজরাট। সেখান থেকে বেঙ্গলের সুকেশ হেগ্রে বোনাস এর সাথে ১ পোয়েন্ট নিয়ে টিমকে অল আউট এর হাত থেকে বাঁচলেন । ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে স্কোর ২৩ বেঙ্গল এবং ২৫ গুজরাট। কিন্তু চমক টা হলো শেষে, বেঙ্গল টিমের ক্যাপ্টেন মনীন্দ্রর রেডে ২ পয়েন্ট নিয়ে স্কোর সমান সমান করেন। ফল স্বরূপ টাই ম্যাচেই সন্তুষ্ট থাকতে হয় বেঙ্গল কে। এবারের  কবাডি সত্যি উত্তেজনা মুলক । মানুষের কবাডির প্রতি ঝোক বাড়ছে । দর্শক যত বাড়বে খেলার পন্সর বাড়বে । আর খেলোয়াড় রাও উৎসাহ পাবে । নতুন প্রজন্ম কবাডি যে আমাদের জাতীয় খেলা এটা সারা বিশ্বের কাছে উন্নত মানের খেলা করে তুলতে হবে ।


Find out more: