পুনে টেস্টে ডবল সেঞ্চুরি করে দলকে জেতার দোরগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এবার রাঁচিতে টেস্ট ক্যারিয়ারে প্রথম ডবল সেঞ্চুরি করলেন হিটম্যান রোহিত শর্মা। সেই সঙ্গে তৈরি হলো তিন তিনটি রেকর্ড। দেখে নেওয়া যাক কী কী রেকর্ড

 

১) ডন ব্র্যাডম্যানের ৭১ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। এতদিন ব্র্যাডম্যান দেশের মাটিতে সর্বোচ্চ অ্যাভারেজের রেকর্ডের মালিক ছিলেন। ১০ ইনিংসে ৪৩৩২ রানের সঙ্গে তাঁর ব্যাটিং অ্যাভারেজ ছিল ৯৮.২২। এবার ঘরের মাটিতে সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। রাঁচি টেস্টে ২১২ রানের ইনিংস শেষে দেশের মাটিতে তাঁর অ্যাভারেজ দাঁড়ালো ৯৯.৮৪।

 

২) ওপেনার হিসেবে রোহিত শর্মাই প্রথম ব্যাটসম্যান যিনি একই টেস্ট সিরিজে দু-দু’বার ১৫০ প্লাস রান করলেন।

 

৩) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরান রান করলেন মুম্বইকর রোহিত।

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচের প্রথম দিনে শতরানে অপরাজিত ছিলেন রোহিত এবং আজিঙ্কে। এদিন যেন আবার নতুন করে শুরু করেন দু’জনে। রাহানে করেন শতরান এবং রোহিত করেন দ্বিশতরান। ২১২ রানের ইনিংস খেলে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেন। দিনের শেষে ভারত ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রানে ইনিংস ডিক্লেয়র করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।


Find out more: