অপেক্ষা ছিল শুধু সময়ের। এবার সেই অপেক্ষার অবসান হলো। সরকারি ভাবে ভারতীয়
ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মসনদে বসলেন ভারতেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার
বিসিসিআইয়ের তরফে টুইটেও সে কথা জানানো হয়। এ দিনই শেষ হল
সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর ৩৩ মাসের মেয়াদ। এ
দিনের সভায় প্রথমে তিন বছরের হিসাব পাশ করানো হয়। তার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বোর্ডের প্রেসিডেন্ট ঘোষিত হন সৌরভ। সমস্ত রাজ্য সংস্থা সর্বসম্মত ভাবেই বেছে
নিয়েছিল সৌরভ-সহ বাকিদের। জয় শাহ হলেন বোর্ডের সচিব। অরুণ ধুমল হলেন বোর্ডের
কোষাধ্যক্ষ।
এর আগে জাতীয় দলের কোনও প্রাক্তন অধিনায়ক পূর্ণ সময়ের জন্য বোর্ডের প্রেসিডেন্ট হননি। সৌরভ তাই নতুন ইতিহাস গড়লেন। স্বাভাবিক ভাবেই তাঁর প্রতি প্রত্যাশা অনেক। ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক কাঠামো শক্তপোক্ত করা, স্বার্থের সংঘাত ইস্যু, আইসিসি-র সঙ্গে লড়াই, এমন নানা চ্যালেঞ্জ থাকছে তাঁর সামনে।
সৌরভ হলেন বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট। ৪৭ বছর বয়সি এমনিতেই দেশের সফলতম অধিনায়কদের মধ্যে পড়েন। দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারের পর প্রশাসক হিসেবে সিএবিতেও গত পাঁচ বছর ধরে কাজ করছেন তিনি। ফলে ক্রিকেট প্রশাসন সম্পর্কেও ভাল মতো ধারণা হয়ে গিয়েছে তাঁর। এ বার অবশ্য সিএবি ছেড়ে তিনি দায়িত্ব নিচ্ছেন বোর্ডের। তবে লোঢা সংস্কারের কারণে এই পদে দশ মাসের বেশি থাকতে পারবেন না তিনি।
It's official - https://twitter.com/SGanguly99?ref_src=twsrc%5Etfw">@SGanguly99 formally elected as the President of BCCI https://t.co/Ln1VkCTyIW">pic.twitter.com/Ln1VkCTyIW
— BCCI (@BCCI) https://twitter.com/BCCI/status/1186880777243348993?ref_src=twsrc%5Etfw">October 23, 2019