অভিনব! মসনদে বসে কী পোশাক পরে এলেন সৌরভ দেখুন
এমনটা বোধহয় তিনিই পারেন। অবশ্য এর আগে জাতীয় দলের অধিনায়ক,
সঙ্গে ১০ হাজার ওয়ান ডে রান এবং ১০০ টা টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে কেউ ভারতীয়
বোর্ডের সভাপতি হননি। তাই তিনি যে অন্যরকম তা বলাই বাহুল্য। আর দায়িত্ব গ্রহণের পর
তিনি যে পোশাক পরে এলেন তাতে তাঁর অভিনবত্ব পরদে পরদে। যে ব্লেজার পরে তিনি জাতীয়
দলের খেলেছেন। এবার সেই ব্লেজার পরেই মসনদে বসলেন তিনি। করলেন সাংবাদিক সম্মেলনও।
যা এতদিনের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অভিনব। সৌরভ হলেন বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট।
৪৭ বছর বয়সি এমনিতেই দেশের সফলতম অধিনায়কদের মধ্যে পড়েন। দুর্দান্ত ক্রিকেট
কেরিয়ারের পর প্রশাসক হিসেবে সিএবিতেও গত পাঁচ বছর ধরে কাজ করছেন তিনি। ফলে
ক্রিকেট প্রশাসন সম্পর্কেও ভাল মতো ধারণা হয়ে গিয়েছে তাঁর।
বুধবারই তিনি অফিসিয়ালি ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসেছেন। অপেক্ষা ছিল শুধু সময়ের। এবার সেই অপেক্ষার অবসান হলো। সরকারি ভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মসনদে বসলেন ভারতেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার বিসিসিআইয়ের তরফে টুইটেও সে কথা জানানো হয়। এ দিনই শেষ হল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর ৩৩ মাসের মেয়াদ। এ দিনের সভায় প্রথমে তিন বছরের হিসাব পাশ করানো হয়। তার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের প্রেসিডেন্ট ঘোষিত হন সৌরভ। সমস্ত রাজ্য সংস্থা সর্বসম্মত ভাবেই বেছে নিয়েছিল সৌরভ-সহ বাকিদের। জয় শাহ হলেন বোর্ডের সচিব। অরুণ ধুমল হলেন বোর্ডের কোষাধ্যক্ষ।
Sourav ganguly new bcci presidet wearing the Indian team blazer as board president