ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই
ক্যারিবিয়ানদের দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অনবদ্য
পারফরম্যান্সে সিরিজ জিতেছে ভারত। তারপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
সেই ধারাই অব্যাহত ছিল। একপেশে ম্যাচ জিতেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম
ইন্ডিয়া।
তবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে কিছু পরিকল্পনা নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। রিজার্ভ যাচাই করে শক্তিশালী করতে চেয়েছিল ম্যানেজমেন্ট। সেই কারণে নভদীপ সাইনি, রাহুল চাহার, দীপক চাহারের মতো নতুনদের সুযোগ দেওয়া হয়েছিল। শ্রেয়াস আইয়ারকে নিয়মিত খেলানো হচ্ছে। আসন্ন বাংলাদেশ সিরিজেও সঞ্জু স্যামসন এবং শিবম মাভির মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। আর এরই মধ্যে মেয়ে এবং ছেলেদের টি ২০ বিশ্বকাপের ট্রফি উদ্বোধন হয়ে গেল মেলবোর্নে। সেই জোড়া ট্রফি উদ্বোধন করেছেন বলিউড অভিনেত্রী করিণা কাপুর খান। আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপের মহিলাদের সংস্করণ। একই বছর অস্ট্রেলিয়াতে পুরুষদের টি-২০ বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু ১৮ অক্টোবর থেকে। পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে পেরে সম্মানিত করিনা। তিনি বললেন, “আমি এরকম একটা ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত। যেসব মহিলার নিজেদের স্বপ্নপূরণের জন্য নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপে তাঁদের সকলকে আমি উদ্বুদ্ধ করতে চাই। এটা মহিলাদের ক্ষমতায়নের একটা আন্তর্জাতিক মঞ্চ।”